ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার কুটিনহো ৭৫ বছর বয়সে নিজ বাড়িতে মারা গেছেন। সোমবার টুইটারে তার মৃত্যুর খবরটি জানায় ব্রাজিলের ক্লাব সান্তোস। সান্তোস স্টেডিয়ামে তার শেষকৃত্য হবে বলেও জানিয়েছে তারা। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। গত জানুয়ারিতে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডায়াবেটিসেও ভুগছিলেন তিনি। সান্তোসে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের সঙ্গে আক্রমণভাগে দারুণ এক জুটি গড়ে তুলেছিলেন কুটিনহো।
১৯৫৮ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত দুজনে একসঙ্গে খেলেছেন এই ক্লাবে। দলটির হয়ে পেলে করেন ১০৯১ গোল, আর ৩৬৮টি গোল করেন কুটিনহো। ব্রাজিলের ১৯৬২ সালের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন কুটিনহো। অবশ্য চোটের কারণে জাতীয় দলের হয়ে খুব বেশি খেলতে পারেননি তিনি। ব্রাজিলের জার্সিতে খেলেছেন মোট ১৫ ম্যাচ।
১৯৫৮ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত দুজনে একসঙ্গে খেলেছেন এই ক্লাবে। দলটির হয়ে পেলে করেন ১০৯১ গোল, আর ৩৬৮টি গোল করেন কুটিনহো। ব্রাজিলের ১৯৬২ সালের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন কুটিনহো। অবশ্য চোটের কারণে জাতীয় দলের হয়ে খুব বেশি খেলতে পারেননি তিনি। ব্রাজিলের জার্সিতে খেলেছেন মোট ১৫ ম্যাচ।
0 Comments
Thank you