দেখেনিন আগামীকাল বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের চূড়ান্ত সময়সূচি
আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শুভ উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রী উদ্বোধন করার আগের থেকেই শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
শনিবার অনুষ্ঠানের সব শেষ প্রস্তুতি দেখতে এসেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন অনুষ্ঠানসূচি।
বিসিবি’র এই পরিচালক বলেন, ‘প্রস্তুতি শেষ পর্যায়ে। সবকিছুই শেষ। কিছুক্ষণ পর ভারতীয় শিল্পীরা আসবে, রিহার্সেল করবে। পরীক্ষামূলকভাবে আতশবাজি ফোটানো হবে।’
চারটা থেকে ১১টা পর্যন্ত এই অনুষ্ঠানটি চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শেখ সোহেল।
‘চারটার সময় অনুষ্ঠান শুরু হবে। সাড়ে পাঁচটায় গেট বন্ধ করে দিব। বিকেল পাঁচটা থেকে বাংলাদেশি শিল্পীদের দিয়ে অনুষ্ঠান শুরু হবে। ছয়টার দিকে জেমস স্টেজে উঠবেন। সাড়ে ছয়টায় মমতাজ আপা গান করবেন। সাতটার সময় প্রধানমন্ত্রী এই আয়োজন উদ্বোধন করবেন। সোয়া সাতটায় সনু নিগম গান করবেন। এর পর কৈলাশ খের।’
শেখ সোহেল আরও বলেন, সাড়ে আটটার দিকে স্টেজে আসবেন ক্যাটরিনা কাইফ। তার পর পারফর্ম করবেন সালমান খান। অনুষ্ঠানের ব্যাপ্তি হবে রাত সাড়ে ১০টা থেকে ১১টা।
সময় | ইভেন্ট |
৫.২৫টা | ডি রকস্টার শুভর পরিবেশনা |
৫.৩৫টা | রেশমি মির্জার পরিবেশনা |
৬টা | জেমসের পরিবেশনা |
৬.৪০টা | মমতাজের পরিবেশনা |
৭.২০টা-৭.৩০টা | উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
৭.৩০টা-৭.৪০টা | আতশবাজি |
৭.৪৫টা | সনু নিগমের পরিবেশনা |
৮.৩৫টা | লেজার শো |
৮.৫৫টা | কৈলেশ খেরের পরিবেশনা |
৯.৩৫টা | ক্যাটরিনা কাইফের পরিবেশনা |
১০টা | সালমান খানের পরিবেশনা |
১০.২০টা | সালমান খান ও ক্যাটরিনা কাইফের যৌথ পরিবেশনা |
0 Comments
Thank you