ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশেও সাকিব

তিনি ক্রিকেট থেকে দূরে থাকলে কী, ২২ গজ কিন্তু তাকে দূরে থাকতে দিচ্ছে না! সাকিব আল হাসানের নাম ঠিকই জড়িয়ে যাচ্ছে সেরার তালিকায়। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন অ্যালমানাকের দশকসেরা ওয়ানডে একাদশে তার জায়গা পাওয়ার খবরটা পুরনো। এবার নতুন খবরের শিরোনামে সাকিব। উইজডেনের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশেও রয়েছেন ‍এই অলরাউন্ডার।

Sakib 

আর ক’দিন পরই বিংশ শতাব্দীর আরেকটি দশক শেষ হবে। সেই উপলক্ষেই ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দশকসেরা ওয়ানডে একাদশ সাজিয়েছে। ভারতের মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করে সাজানো এই একাদশে জায়গা পেয়েছেন সাকিব। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ধারাবাহিক পারফরম্যান্সই দশকসেরা একাদশে সুযোগ করে দিয়েছে সাকিবকে।

জুয়াড়ির সঙ্গে যোগাযোগ থাকার বিষয়টি গোপন করায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই বছর নিষিদ্ধ করেছে সাকিবকে। যার মধ্যে আছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। যদিও মাঠের বাইরে থেকে বাঁহাতি অলরাউন্ডারের মিলছে একের পর এক খুশির খবর। ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা একাদশের ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে রয়েছেন সাকিব।

বাংলাদেশি অলরাউন্ডারকে একাদশে রাখার ব্যাখ্যা দিয়েছে তারা এভাবে, ‘এই দশকে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের সুপারস্টার, যিনি এ বছরই দুর্নীতির কলঙ্কে নিষিদ্ধ হয়েছেন। দারুণ গুণসম্পন্ন অসাধারণ অলরাউন্ডার সাকিব। এই একাদশের অন্য ব্যাটসম্যানদের মতো তিনি মারমুখী নন, তবে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ধারাবাহিক পারফর্ম করে গেছেন তিনি। একই সঙ্গে তার বাঁহাতি স্পিন খুবই কার্যকর।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা একাদশে বিবেচনায় আছেন মুশফিকুর রহিমও। যদিও উইকেটরক্ষকের জায়গায় তাকে টপকে জায়গা করে নিয়েছেন ধোনি। মুশফিককে সম্মান জানাতে অবশ্য ভুল হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার, ‘মুশফিকুর রহিমকে এই একাদশে সম্ভবত কিছুটা নিচের দিকে ব্যাট করতে হবে। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে তার মূল্যের স্বীকৃতি দিতেই হবে। ব্যাট হাতে তার গড় ৪০-এর ওপরে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা একাদশের ওপেনার রোহিত শর্মা ও হাশিম আমলা। ওয়ান ডাউনে প্রত্যাশামতোই বিরাট কোহলি। চার নম্বরে এবি ডি ভিলিয়ার্স। এরপই সাকিব। ছয় ও সাত নম্বরে যথাক্রমে জস বাটলার ও ধোনি। আর বোলিং আক্রমণে সাকিবের সঙ্গে স্পিনে যোগ দিয়েছেন রশিদ খান। মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও লাসিথ মালিঙ্গাকে নিয়ে দুর্দান্ত পেস আক্রমণ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা।





Post a Comment

0 Comments