লিওনেল মেসির সাত হবে, নাকি আরেকটি ব্যালন ডি’অর জিতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছুঁয়ে ফেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো? অথবা ব্যালন ডি’অর খুঁজে পাবে নতুন কোনো বিজয়ীকে? বছরের শেষে এসে এবার আর এমন প্রশ্ন কেউ করবেন না। মেসি, রোানালদো, নেইমার, বেনজেমারা অপেক্ষা করবেন না স্নায়ুচাপ নিয়ে। প্রতি বছরের মতো বসবে না ফুটবল জগতের সাবেক ও বর্তমান তারকাদের মিলনমেলা। এবার যে ব্যালন ডি’অর পুরস্কারই দেওয়া হবে না।
ব্যালন ডি’অর পুরস্কারটি যারা দেয়, সেই ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ কাল জানিয়ে দিয়েছে এবারের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। কারণ একটাই—করোনাভাইরাস মহামারি। ফ্রান্স ফুটবল সাময়িকীর সম্পাদক পাসকাল ফের বলেছেন, ‘২০২০ সালে পুরস্কারটি দেওয়া হবে না। এ বছরের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ফ্রান্স ফুটবলের বর্ষসেরা ফুটবলারকে এ পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। কিন্তু এবার করোনার কারণে ফুটবল বিঘ্নিত হওয়ায় সেরা পারফরমারকে বেছে নেওয়া সম্ভব নয় বলেই মনে করছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে সর্বশেষ ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন মেসি। যেটি ছিল তাঁর ষষ্ঠ ব্যালন ডি’অর ট্রফি জয়। জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো ট্রফিটি জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার।
ব্যালন ডি’অর পুরস্কার বাতিল করা নিয়ে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছে ফ্রান্স ফুটবল, ‘ব্যালন ডি’অরের ইতিহাসে এবারই প্রথম পুরস্কারটি দেওয়া হচ্ছে না। কেন? কারণ এ বছরটি সাধারণ কোনো বছর নয়। শুধু খেলার বিষয়টিই নয়, ব্যালন ডি’অর পুরস্কার দিতে গিয়ে একজনের উদাহারণীয় চরিত্র, সংহতি ও দায়িত্ব নেওয়ার বিষয়গুলোও দেখা হয়। সারা বিশ্বের (পুরুষ ও নারী মিলিয়ে) আমাদের ২২০ জন বিচারক। করোনার এই সময়ে তারা অন্য বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে হয়তো খেলায় তেমন মনোযোগ দিতে পারেননি। তাদের পর্যবেক্ষণও তাই অন্য রকম হতে পারে। আমরা এটা চাই না।’
ব্যালন ডি’অর পুরস্কারটি যারা দেয়, সেই ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ কাল জানিয়ে দিয়েছে এবারের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। কারণ একটাই—করোনাভাইরাস মহামারি। ফ্রান্স ফুটবল সাময়িকীর সম্পাদক পাসকাল ফের বলেছেন, ‘২০২০ সালে পুরস্কারটি দেওয়া হবে না। এ বছরের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ফ্রান্স ফুটবলের বর্ষসেরা ফুটবলারকে এ পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। কিন্তু এবার করোনার কারণে ফুটবল বিঘ্নিত হওয়ায় সেরা পারফরমারকে বেছে নেওয়া সম্ভব নয় বলেই মনে করছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে সর্বশেষ ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন মেসি। যেটি ছিল তাঁর ষষ্ঠ ব্যালন ডি’অর ট্রফি জয়। জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো ট্রফিটি জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার।
ব্যালন ডি’অর পুরস্কার বাতিল করা নিয়ে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছে ফ্রান্স ফুটবল, ‘ব্যালন ডি’অরের ইতিহাসে এবারই প্রথম পুরস্কারটি দেওয়া হচ্ছে না। কেন? কারণ এ বছরটি সাধারণ কোনো বছর নয়। শুধু খেলার বিষয়টিই নয়, ব্যালন ডি’অর পুরস্কার দিতে গিয়ে একজনের উদাহারণীয় চরিত্র, সংহতি ও দায়িত্ব নেওয়ার বিষয়গুলোও দেখা হয়। সারা বিশ্বের (পুরুষ ও নারী মিলিয়ে) আমাদের ২২০ জন বিচারক। করোনার এই সময়ে তারা অন্য বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে হয়তো খেলায় তেমন মনোযোগ দিতে পারেননি। তাদের পর্যবেক্ষণও তাই অন্য রকম হতে পারে। আমরা এটা চাই না।’
0 Comments
Thank you