লকডাউন তুলেও ফের লকডাউনের পথেই হাঁটতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তাই আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়া এখন সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই আইসিসি সেই ঘোষণা দেবে বলেই খবর। এরই মধ্যে নিজের ৪৮তম জন্মদিনে বিসিসিআই প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, সেপ্টেম্বরে হচ্ছে না এশিয়া কাপ।
ভারতেই এবার এশিয়া কাপের আসর বসার কথা ছিল। কিন্তু বুধবার ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে সৌরভ বললেন, 'সেপ্টেম্বরের এশিয়া কাপ বাতিল হয়েছে'। এছাড়া এ বছরের আইপিএল নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি ভারতীয় বোর্ড। তবে দ্রুতই সিদ্ধান্ত জানাবে বিসিসিআই।
ভারতীয় বোর্ড সেপ্টেম্বরে আইপিএল হবে ধরে নিয়েই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী সংস্থা ও টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে, এর আগে অবশ্য রাজ্য সংস্থাগুলোকে চিঠি দিয়ে প্রস্তুত থাকার কথা জানিয়েছিল বিসিসিআই। সূত্র : এই সময়।
Sourav Ganguly |
ভারতেই এবার এশিয়া কাপের আসর বসার কথা ছিল। কিন্তু বুধবার ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে সৌরভ বললেন, 'সেপ্টেম্বরের এশিয়া কাপ বাতিল হয়েছে'। এছাড়া এ বছরের আইপিএল নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি ভারতীয় বোর্ড। তবে দ্রুতই সিদ্ধান্ত জানাবে বিসিসিআই।
ভারতীয় বোর্ড সেপ্টেম্বরে আইপিএল হবে ধরে নিয়েই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী সংস্থা ও টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে, এর আগে অবশ্য রাজ্য সংস্থাগুলোকে চিঠি দিয়ে প্রস্তুত থাকার কথা জানিয়েছিল বিসিসিআই। সূত্র : এই সময়।
0 Comments
Thank you