উন্নত চিকিৎসা জন্য লন্ডনে গেলেন গেলেন তামিম

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও দলের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল পেটের ব্যথার চিকিৎসার জন্য শনিবার (২৫ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন।

লন্ডনে পৌঁছানোর পরে নিয়ম অনুযায়ী তামিমকে তার নিজস্ব ব্যবস্থাপনায় ১৪ দিনের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। শুধু তাই নয়, তাকে সেখানে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে এবং তার পছন্দসই চিকিত্সকের সঙ্গে দেখা করার আগে করোনাভাইরাস নেগেটিভ সনদ পেতে হবে।

গত এক মাসে তিনবারসহ লকডাউন চলাকালীন সময়ে বেশ কয়েকবার পেটের তীব্র ব্যথায় ভুগেছেন বাঁহাতি ওপেনার তামিম। তিনি পেটের ব্যাথার সমস্যা নিয়ে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে গত কয়েকদিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করালেও চিকিৎসকরা তার পেটের ব্যথা ও হজম সমস্যার পেছনের কারণ শনাক্ত করতে পারেননি।


চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হতে বললেও চলমান কোভিড-১৯ মহামারির পরিস্থিতি কারণে তিনি ভর্তি হতে পারেননি।

উন্নত চিকিৎসার জন্য তামিম প্রথমে সিঙ্গাপুর বা থাইল্যান্ড যাওয়ার কথা চিন্তা করলেও বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশগুলোতে যাওয়া এখন খুব কঠিন হয়ে পড়েছে।

সর্বশেষ মঙ্গলবার লন্ডনে এক চিকিৎসকের সঙ্গে ভিডিও কলে পরামর্শ নেওয়ার পরে লন্ডনেই যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়ানডে অধিনায়ক।

Post a Comment

0 Comments