সিঙ্গেল লেগের সেমিফাইনালে ফ্রান্সের ক্লাব লিঁওকে ৩-০ গোলে হারিয়ে ৭ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। রোববার (২৩ আগস্ট) উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে বাভারিয়ানরা।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে বায়ার্নের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেছেন সার্জি জিনাব্রি। দ্বিতীয়ার্ধে অপর গোলটি করেছেন রবার্ত লেভানডোফস্কি।
১৮ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে জসুয়া খিমিচের বাড়িয়ে দেয়া বল ডানদিকে পেয়ে যান বায়ার্নের জার্সি জিনাব্রি। সেখান থেকে বামদিকে বেশ কয়েকজনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাম পায়ে শটে জালে বল পাঠান।
৩৩ মিনিটের মাথায় লেভানডোফস্কির নেয়া শট গোললাইন থেকে ফিরিয়ে দেন লিঁওর গোলরক্ষক অ্যান্থনি লোপেস। কিন্তু বল চলে যায় জিনাব্রির কাছে। এবারও বাম পায়ের শটে বল জালে পাঠান এই জার্মান ফুটবলার। এটা ছিল চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ৯ ম্যাচে তার নবম গোল। পুরো ম্যাচে কয়েকটা সুযোগ মিস করা লেভাডোফস্কি শেষ মুহূর্তে (৮৮ মিনিট) হেড থেকে গোল করে গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে বায়ার্নের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেছেন সার্জি জিনাব্রি। দ্বিতীয়ার্ধে অপর গোলটি করেছেন রবার্ত লেভানডোফস্কি।
১৮ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে জসুয়া খিমিচের বাড়িয়ে দেয়া বল ডানদিকে পেয়ে যান বায়ার্নের জার্সি জিনাব্রি। সেখান থেকে বামদিকে বেশ কয়েকজনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাম পায়ে শটে জালে বল পাঠান।
৩৩ মিনিটের মাথায় লেভানডোফস্কির নেয়া শট গোললাইন থেকে ফিরিয়ে দেন লিঁওর গোলরক্ষক অ্যান্থনি লোপেস। কিন্তু বল চলে যায় জিনাব্রির কাছে। এবারও বাম পায়ের শটে বল জালে পাঠান এই জার্মান ফুটবলার। এটা ছিল চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ৯ ম্যাচে তার নবম গোল। পুরো ম্যাচে কয়েকটা সুযোগ মিস করা লেভাডোফস্কি শেষ মুহূর্তে (৮৮ মিনিট) হেড থেকে গোল করে গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
0 Comments
Thank you