অনিল কুম্বলে আইপিএল ১৩তম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হয়েছেন

ভারতীয় কিংবদন্তি কুম্বলে পাঞ্জাবের কোচ হওয়ার পর অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি বলেছেন, কিংস ইলেভেন পাঞ্জাব কুম্বলেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়ে সঠিক কাজটি করেছে। আমার বিশ্বাস এই মৌসুমে পাঞ্জাবকে সাফল্য এনে দিতে পারেন ভারতের সাবেক এই তারকা লেগ-স্পিনার।

ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে দেশের হয়ে ১৩২টি টেস্টে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ৬১৯ উইকেট শিকার করেছেন। শুধু তাই নয়, টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ১০ উইকেট শিকার করা ইতিহাসের দ্বিতীয় বোলার হলেন লেগ স্পিনার কুম্বলে।

ক্রিকেট থেকে অবসরে কোচিং ক্যারিয়ার গড়া কুম্বলে সাম্প্রতিক সময়ে ভারতের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ায় এই কিংবদন্তির চাকরি বেশি দিন স্থায়ী হয়নি।

মহামারী করোনাভাইরাসের কারণে ভারত থেকে আইপিএল সরিয়ে নেয়া হয়েছে আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএল। ফাইনাল ১০ নভেম্বর।

Post a Comment

0 Comments