রোমান সানাদের করোনা পরীক্ষা, সবাই নেগেটিভ
তীর-ধনুক হাতে অনুশীলনে ফেরার অপেক্ষায় ছিলেন রোমান সানা, ইমদাদুল হকেরা। অবশেষে আর্চারদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রায় চার মাস পর টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন। এর আগে গতকাল প্রথম দফায় আটজনের করোনা পরীক্ষা করানো হয়েছে। করোনা পরীক্ষার সেই ফল আজ হাতে পেয়েছে ফেডারেশন। আর্চারদের জন্য সুসংবাদ, কেউই করোনায় আক্রান্ত নন।
ফেডারেশনের মেডিকেল কমিটির আহ্বায়ক ডাঃ এহছানুল করিমের তত্ত্বাবধানে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে আর্চারদের করোনা পরীক্ষা করানো হয়। প্রথম দিনে পরীক্ষা করিয়েছেন রোমান সানা, রামকৃষ্ণ সাহা, ইমদাদুল হক, শাকিব মোল্লা, হাকিম আহমেদ, তামিমুল ইসলাম, আবদুর রহমান, প্রদীপ্ত চাকমা। এ ছাড়া ক্যাম্পের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিখ, সহকারী কোচ জিয়াউল হকসহ মোট ১৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
বহুদিন পর অনুশীলনে ফেরার সুযোগ হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বদলে যাওয়া পরিবেশ নিয়ে সন্তুষ্ট রোমান সানা, ‘এত দিন পর ক্যাম্পে ফিরেছি এ জন্য খুব ভালো লাগছে। সব রকমের স্বাস্থ্যবিধি মেনেই ক্যাম্প শুরু হয়েছে। এবার শুধু অনুশীলন শুরুর পালা। কোচ মার্টিন ফ্রেডরিখ এখন পুরোদমে প্রস্তুতি শুরু করতে চান।’
আর্চারদের কেউ করোনায় আক্রান্ত হননি শুনে স্বস্তির নিশ্বাস ফেলেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন, ‘ওদের করোনা পরীক্ষার ফল নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে স্বস্তি পেয়েছি। আমরা আর্চারদের সুরক্ষা সামগ্রী প্রয়োজনের তুলনায় বেশি পাঠিয়েছি। এখন নিশ্চিন্তে ট্রেনিং শুরু করবে সবাই।’
আগামী ২৩ আগস্ট দ্বিতীয় ধাপে মেয়েদের রিকার্ভ ইভেন্টের চারজনকে এবং ৩০ আগস্ট তৃতীয় ধাপে কম্পাউন্ড ইভেন্টের দুই মেয়ে ও চার ছেলে আর্চারের করোনা পরীক্ষা করানো হবে।
0 Comments
Thank you