জোড়া গোলে বার্সাকে জেতালেন মেসি

জোড়া গোলে বার্সাকে জেতালেন মেসি

রিয়াল বেতিসের বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। আন্তর্জাতিক বিরতির পর ফিরে এসে করলেন জোড়া গোল। শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে দুইবার লক্ষ্যভেদ করে বার্সেলোনাকে জেতালেন ২-০ গোলে। এনিয়ে লিগে তিন ম্যাচে ৬ গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।   
Lionel Messi
Lionel Messi



কুঁচকির চোটে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার জার্সি গায়ে দেননি মেসি। বার্সেলোনা কোচ এর্নেস্তো ভালভারদে আশ্বাস দিলেও এস্পানিওলের বিপক্ষে তার খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। মেসি খেললেন, একাদশেই।

ন্যু ক্যাম্পে এদিন তার সঙ্গে লুই সুয়ারেস ও ফিলিপ্পে কৌতিনিয়োর শক্তিশালী আক্রমণভাগ প্রথমার্ধে গোলের স্পষ্ট কোনও সুযোগ তৈরি করতে পারেনি। গত বছর আগের দেখায় বার্সার কাছে উড়ে যাওয়া এস্পানিওলের ৫ জনের রক্ষণভাগ এদিন তাদের আটকে রাখে এক ঘণ্টারও বেশি সময়। কিন্তু মেসি জাদুতে পারেনি তারা হার এড়াতে।

৯ ও ৪১ মিনিটে এস্পানিওলের রক্ষণভেদ করতে পারলেও ভাগ্য সহায় হয়নি মেসির। তাতে প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু ৬৯ মিনিটে নিজেদের বক্সের ঠিক সামনে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ফাউল করেন বার্সার ভাগ্য খুলে দেন ডিফেন্ডার ভিক্তর সানচেস। এতে ফ্রি কিক পায় স্বাগতিকরা। ৭১ মিনিটে মেসির বাঁ পায়ের ভাসিয়ে দেওয়া বল গোলপোস্টের সামনে দাঁড়ানো সানচেস মাথা ছুঁয়েও জালে জড়ানো থেকে রক্ষা করতে পারেননি।

খেলা শেষ হওয়ার এক মিনিট আগে আরও একবার মেসির ঝলক। বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের থ্রো বল থেকে সার্জিও বুশকেৎস বল পান। তিনি পাস দেন ম্যালকমকে। ৫৯ মিনিটে বদলি নামা এই ব্রাজিলিয়ানের কাট ব্যাক থেকে বল নিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন মেসি। তাতে লা লিগার একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ১০ মৌসুম সব ধরনের প্রতিযোগিতায় ৪০ বা তার বেশি গোলের রেকর্ড গড়েন তিনি। লিগে ২৬ ম্যাচে ২৯ গোল করে সবার শীর্ষে এই ফরোয়ার্ড।


এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো বার্সা। ১৩ পয়েন্ট পিছিয়ে থেকে আলাভেসের মাঠে নামবে দুই নম্বরে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ (৫৬)। ২৮ ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয়। গোল ডটকম


https://submit.shutterstock.com/?ref=223536549
http://www.shutterstock.com/?rid=223536549

Post a Comment

0 Comments