আবিদ আলি ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরির পরও হারল পাকিস্তান

আবিদ আলি ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরির পরও হারের লজ্জায় ডুবল পাকিস্তান। শুক্রবার দুবাইয়ে দিবা-রাত্রির ম্যাচে ৬ রানে হেরেছে পাকিস্তান। এটা চলতি পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে দলটির চতুর্থ হার।

ম্যাচে জয়ের জন্য ২৭৮ রানের টার্গেটের সামনে স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই বিদায় নেন পাকিস্তানি ওপেনার শান মাসুদ। তবে এ ধাক্কা দ্রুতই সামলে নেন অভিষিক্ত আবিদ আলি। বিশেষ করে তৃতীয় উইকেট জুটিতে আবিদ ও রিজওয়ান যেভাবে খেলছিলেন, তাতে মনে হচ্ছিল সহজে জয় পেতে যাচ্ছে পাকিস্তান। তৃতীয় উইকেটে ১৫০ বলের জুটিতে ১৪৪ রান যোগ করেন দুজনে। কিন্তু এ জুটি ভাঙার পরই শুরু হয় ছন্দপতন। ব্যক্তিগত ১১২ রানে বিদায় নেন অভিষেকে সেঞ্চুরি পাওয়া আবিদ। প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান রিজওয়ান। তবে শেষ পর্যন্ত তীরে তরী ভেড়াতে পারেননি তিনিও। ম্যাচের শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান ১০৪ রান করা রিজওয়ান। এটা তার ক্যারিয়ারে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। রিজওয়ান আউট হওয়ার পর ম্যাচ জিততে শেষ ৪ বলে পাকিস্তানের প্রয়োজন পড়ে ১৪ রান। কিন্তু ৭ রানের বেশি তুলতে পারেনি দলটি।

ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। একটা পর্যায়ে তাদের স্কোরবার্ডে ছিল ১৪০/৫। এখান থেকে দলকে টেনে তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৮২ বলের ইনিংসে ৮৮ রান করেন এ হার্ড হিটার। এছাড়া ৬৭ বলে ৫৫ রানের ইনিংস খেলে দৃঢ়তা দেখান অ্যালেক্স ক্যারে। এ দুজনের দৃঢ়তায় ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। —ক্রিকইনফো


Post a Comment

0 Comments