শুভ জন্মদিন Shakib Al Hasan

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব।আজ (২৪ মার্চ) টাইগারদের কীর্তিমান এ ক্রিকেটারের জন্মদিন। ৩৩ বছরে পা রাখলেন তারকা এ অলরাউন্ডার।
শুভ জন্মদিন Shakib Al Hasan
শুভ জন্মদিন Shakib Al Hasan

শুভ জন্মদিন Shakib Al Hasan
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব।

তার জন্য রইল শুভ কামনা


এখন পর্যন্ত ৫৬ টেস্টর ১০৫ ইনিংসে ব্যাট করে সাকিব ৩৯.৪০ গড়ে ৩৮৬২ রান করেছেন। রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ২৪টি হাফসেঞ্চুরি। সাদা পোশাকে তার সর্বোচ্চ ইনিংস ২১৭। সমান টেস্টে ৯৫ ইনিংসে বল করে পেয়েছেন ২১০টি উইকেট। যেখানে বোলিং গড় ৩১.১২ ও ইকোনোমি ৩.০১। ১০ উইকেট পেয়েছেন দু’বার। আর ৫ উইকেট পেয়েছেন ১৮বার।এক ম্যাচে তার সেরা বোলিং ফিগার ১২৪ রানে ১০ উইকেট। আর এক ইনিংসে ৩৬ রানের বিনিময়ে ৭ উইকেট।

ওয়ানডেতে সাকিবের ক্যারিয়ার আরও সমৃদ্ধ। ২০৬ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন ১৯৪বার। যেখানে ৩৭.৮৬ গড়ে করেছেন ৬৩২৩ রান। রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪৭টি হাফসেঞ্চুরি। এক ম্যাচে তার সেরা ১৩৪ (অপরাজিত)। আর ২০৩ ইনিংসে বল করে ৩০.২১ গড় ও ৪.৪৮ ইকোনোমিতে নিয়েছেন ২৬০টি উইকেট। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন দু’বার। সেরা বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট।

৭৬টি টি-২০ খেলে ১২৩.৭৭ স্ট্রাইক রেটে করেছেন ১৫৬৭ রান। রয়েছে ৯টি হাফসেঞ্চুরি। আর ৭৫ ইনিংসে বল ঘুরিয়ে নিয়েছেন ৯২ উইকেট। ইকোনোমি ৬.৮১। সেরা বোলিং ফিগার ২০ রানের বিনিময়ে ৫ উইকেট।




Post a Comment

0 Comments